আমাদের কথা খুঁজে নিন

   

এখন এখানে

এখনো অনেকটা পথবাকি

এখানে সময় আমার স্তদ্ভ বিষাদময় এখানে প্রেম আমার জীবননান্দের কবিতা যৌবন পেরিয়ে বার্ধকে হ্রদয় দূরে দারিয়ে কোন মায়াবতীর প্রতিক্ষায় দুপুর গোধুলী সন্ধ্যা এখানে বৃষ্টি হয়না বহুকাল বহুকাল রয়েছি আমি প্রেমহীন নগরে যেখানে হ্রদয় নেইকো কারো ভালোবাসা রয়ে যায় দূরের তরার মত ক্লান্তিহীন স্বপ্ন যত হ্রদয়ে করে ক্ষত এখন এখানে বসন্ত মাঝে মাঝে বিকেলের বাতাসে নিজেকে খুব একা একা লাগে তারপর হয়ত একদিন ভালোবেসে ছুয়ে যাব আমি বৃষ্টি হয়ে তোমায় তারপর হয়ত কোন একদিন সন্ধার আধারে জোনাকির দলে ভালোবেসে খুজবে তুমি আমায় তারপর কোন এক সন্ন্ধ্যায় বৃষ্টি না হোক তোমার হ্রদয়ে হয়ত ঝরবে দু-এক ফোটা বিষাদের জল। এখন এখানে মানবীরা অমানবিক ধাতব হ্রদয় তাদের প্রেমহীন কৃত্রিম তাইতো, শিশীরের জল মিশেযায় ঝাপসা কোন চোঁখে প্রেম থাকে স্মৃতি হয়ে অন্য কারো বুকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।