ঘুম-তার্কিক
তল্লাটে হলদেটে পাগলা আদমী-
হাফ-প্যান্ট পড়ে জপে ইসমে-আজম।
পাখি- দিলে দাগা- অহো কলব রৌশনাই-
পাখির কানেতে কওঃ “দে-রে দে’রে খাই”।
বুক খোলো রাতে মোর- রাতকানা চাঁদ,
খোয়াবে খোয়াব গাঁথো পিটায়ে পিটায়ে,
বারে বারে ধরা খাও- এইবারে ঘুঘু-
একচোটে দৌড় দাও- খুলে গেছে ফাঁদ!
মূলত ফাঁদের প’রে- আরো ফাঁদ- আরো আরো আছে,
সব পোলাপান হায় ইশকুলে ফ্রি পড়তাছে!
দিন’তো দিনের’ই কাছে বার বার গিয়ে শেষে অতীতেই ফিরে-ফিরে গেছে,
আহারে জন্ম-বুঁদ- এই স্টিগ্মাটিক লা-লে,
কে’যে’সে’ই কলীজার অ্যান্টার্টিকায়- খোল-কর-তাল-কাঁসা-ঘণ্টী বাজায়!
পাখি খায়- পাখি শুধু খেয়ে উড়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।