আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!
দেখেছি তোমায়,
অনেক দূরে হেটে যাচ্ছ!
দেখেছি তোমায়
একা একা, লুকিয়ে লুকিয়ে,
ভেজা , বুষ্টি ভেজা।
আহা আনন্দ!
নরম
এবং
আমাদের গরম!
মাঝে মাঝে অবস্থা চরম!!
দূর ছাই!
আসুন চা খাই!
ভাবনা গুলো ঘুরে বেড়ায় মগজে
সময়ে সময়ে কবিতায়।
বদমাইশ মোবাইলে!
রাত হয়, বৃষ্টি নামে,
গল্প লেখে কবি!
হয় খিচুড়ি!
ডাল চাল মিলে!!
রাত হয়
গন্ধ নামে,
প্যাকেটের জন্যে
দোকানে ছোটে যুবক
যুবতী সাজে!
জীবন চলে
নৌকা দোলে!
জীবন চলে
ধূর ছাই
আসুন চা খাই!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।