অসাধারণ! অনিন্দ্য সুন্দর ফুটবল শৈলী বিশ্ব দেখলো আরেকবার। ব্রাজিল তার সাম্বাতালে জিতলো ৩-১ গোলে। তারপরও কোথায় যেনো কষ্ট! কি হতে কি হয়ে গেলো। উত্তর কোরিয়ার বিপক্ষের 'ব্রাজিলের' নিন্দুকরা যখন আইভরিকোস্টের বিপক্ষের খেলায় সমালোচনার রসদ সংগ্রহে ব্যস্ত তখন একটি সহজ পথ করে দিলেন তারকা খেলোয়াড় কাকা।
প্রথম ম্যাচের চোরা খোলস ছেড়ে বের হয়ে জ্বলে উঠার আভাস দেয়া কাকা লাল কার্ড খেয়ে নিন্দুকদের ব্রাজিলীয় বিপক্ষের অবস্থানটা একপ্রকার পোক্ত করে দিলেন। শেষ ভালো যার সব ভালো তার প্রমাণ করতে ব্যর্থ হলেন?
এখন ব্রাজিল পরের ম্যাচে পর্তুগালের বিপক্ষে ঠকলে তার দায় কার- এ প্রশ্ন ঘুরেফিরে সবার মুখে। কাকাবিহীন ব্রাজিলের খেলা ক'জনের ভালো লাগবে সেটিও অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে? আর সবার মনে কেনো জানি একটাই লাল কার্ড ঘুরপাক খেয়ে দাগা দিচ্ছে- সুন্দরের ব্যথা হিসেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।