রোজ ঠিক এ সময়টায় যানজটটা বেড়ে যায়
রিক্সার ক্রিং ক্রিং , মোটর গাড়ির হর্ণ
সি.এন.জি অটোর ভেঁপু ; আর
অস্থির কিছু মানুষের হল্লা
আমার প্রতিদিনের মুগ্ধ সকাল
এক মগ কফি আর
আর একটা নীল রঙের টয়োটা ।
দু'হাতে কফির মগ জড়িয়ে ধরে
উষ্ণতাটুকু নিজের শরীরে জড়িয়ে নিতে নিতে
কিছু সময় অতীতের গহবরে গড়িয়ে পড়ি ।
একটা নীল রঙের টয়োটা আমার ক্যানভাস
একটা ক্যাট ক্যাটে হলুদ শাড়ী পড়া ফর্সা পা
আর...
বা'হাতে গোল্ডেন কালারের ঘড়ি পড়া হুইলের উপর রাখা হাত
আমার ঘন কালো চোখের তারায় বিস্ফোরণ ঘটায় ।
আজ বিকেলের ফ্লাইটে হানিমুনে ইউরোপ যাচ্ছি
তোমাকে দেখাতে নিয়ে এলাম, তাই
ফ্লোরা আমার বঊ ;
চাইলেই যে সুখী হওয়া যায়, দেখেছো নয়না ?
ভালো থেকো আর নিজের সুখটূকু খুঁজে নিয়ো ।
ব্যস!
এইতো ছিলো তোমার শেষ আহবান
শুধুই আমার জন্য তুলে রাখা !!
কত সহজে অবলীলায় বলতে পারলে তুমি
ভালো থেকো........................
যাকে ছয়টি বছর ভালোবেসেছি অন্ধের মতো
কেমন করে পারলে তুমি দেবপ্রিয় ?
আমার আদরের দেবু........!!!!!
অতো কি রোজ রোজ ভাবো তুমি বলতো?
হাতের কফিতো কবেই ঠান্ডা হয়ে গেছে;
চমকে তাকাতেই, স্মিতহাস্য অনিন্দ্যর মুখখানা ।
অনিন্দ্য আমার পরম বন্ধু, আমার স্বামী
নিস্পাপ সরলতায় আমার অতীত মুছে দিয়ে
জীবনের আহবানে এগিয়ে নিতে আমার হাত
ধরেছিলো একদিন ।
আজ ত্রিশটি বছর পার হলেও
সে হাতের বন্ধন শিথিল হয়নি একটুও ।
তবু কেনো আজকাল এমন হয় আমার.....
একটা নীল রঙের টয়োটা প্রতিদিন
আমার বাড়ীর সামনে এসেই যানজটে
আটকে যায় ?
আমাকে ফিরিয়ে নিয়ে যায় পয়ঁত্রিশ বছর আগে .......।
***এটা কোনো কবিতাই হয়নি,জানি আমি । আসলে আমার একটা উপন্যাসের থিম এটা।
সাধারণত থীম/প্লট গুলো আমি কাব্যের আকারে লিখে রাখি।
সেখান থেকেই এটা উঠিয়ে দিলাম ব্লগের পাতায়, শেয়ার করলাম আপনাদের সাথে।
ভুল হলে মাফ করবেন নিজ গুণে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।