আমাদের কথা খুঁজে নিন

   

যদি মন কাদে তুমি চলে এসো……হুমায়ূন আহমেদ

যদি মন কাদে তুমি চলে এসো, চলে এসো …এক বরষায় এসো ঝরঝর বৃষ্টিতে… জলভরা দৃষ্টিতে এসো কমল শ্যামল ছায়…চলে এসো, তুমি চলে এসো… এক বরষায়…যদি মন কাদে… যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি, উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজরী আলো তুমি চলে এসো এক বরষায়……যদি মন কাদে নমিবে আধার বেলা ফুরাবার খনে, মেঘমল্লার বৃষ্টির মনে মনে … কদমগুচ্ছ খোপায় জরায়ে দিয়ে, জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে… চলে এসো, চলে এসো এক বরষায়…যদি মন কাদে…… -ভ্রান্ত পথিক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।