আমাদের কথা খুঁজে নিন

   

বড় গল্প-উদ্বাস্তু ঘুঘুঃ পর্ব-১১(অভিষেকের অভিভাষণ)

সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া

প্রায় শেষের আগের পর্বঃ[/ আবার এলাম মাগো। এবং একেবারেই। বলল সে সাশ্রু নয়নে। রুদ্ধ স্বরে। ভাবছো কি, বুঝি তোমার কোলে এসে খুশি হই নি ? না গো, দয়া করে এমন ভেব না।

তুমিও দূরে ঠেলে- আমাকে আরও একা করে দিও না। শৈশবে, যখন কিছুই অর্জন করিনি-পিতৃপুরুষের উত্তরাধিকার। সে যেমনই হোক। জগত ও জীবনের। হলাম চ্যুত।

স্নেহ, মায়া, মমতা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকের মত চম্কে দিয়ে গেলেও দয়াময়ের স্নেহাশীষ পাব বলে উপেক্ষা করেছি। আমার মাতৃগ্রহ ভেঙে যে মহাবিশ্ব হলো, দয়াময়ের করুণা পাব বলে তার প্রতি বিন্দুতে, আমারই মাংসে গড়া সৌধে, রক্তের বেদীতে নিজেকে নৈবেদ্য করেছি। সে কি এই জন্য মা ? এই হব বলে ? পাব বলে ? স্বর্গ ? কে যাচে ? নরকেই পরোয়া কি ? যদি তিনি পছন্দ করেন, আমার জন্য। আমি তো কেবল তার স্নেহাশীষ চাই। মন জানুক তিনি কেবল রাজি আছেন।

আমাতে আমি কবুল। যা কিছু তিনি নির্বাচন করেন। যে কোন অবস্থায়। আমি তো তারই জন্য। আমাকে সুপারসিড করা হলো।

কেন এই ভাবে ? আর সে অর্বাচীন ? নিরবেই পদাধিকারী। যে সিংহাসন ছিল কেবল আমার, সে--------------------- তার আর তার সন্তানদের জন্য অবশ্যই প্রদর্শন করবো ভুল পথ। ধ্বংসের পথ নির্দেশ করব। সাফল্যকে অসম্ভব বানাবো আমি আর সমস্ত হ্যাঁ’র ট্রাফিক সিস্টেম হ য ব র ল। ঠিক করেছ আমার মাবুদ।

আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে। নইলে হয়তোবা পারতাম না। কিন্তু মাবু........দ, এ কি করলে তুমি ? এ কেমন দন্ড। তোমার প্রেমাস্পদ কি আমারও প্রিয়বরেষু নয় ? কোন্ প্রাণে তারে দেখাব ভুল পথ ? তার অবাঞ্ছিত পদক্ষেপ যদি তোমার কষ্টের কারণ হয়, সে কি তবে আমাকেও কষ্ট দেবে না ? তুমি যদি এই দায়-ই দিলে আমাকে, তবে কেন হৃদয়হীন করে দিলে না আমায়? মাতঃ যদি বলতে পার সময়ে-বোল, আমার প্রতি তার অন্যায় অথবা কর্তব্যের কারণে তার কন্টকিত ও ভুল পথ নির্দেশ করলেও আন্তরিকভাবেই চাই সে অর্বাচীন যেন হয় সচেতন, সফল। পার যদি বলে দিও দ্বন্দ্ব কিংবা দ্বৈরথে তাকে ডাকবো না আমি।

তবু সে যেন আমার প্রভুর পথে চলে। আমি চির হতভাগ্য এক। কোথাও কেউ নেই হেসে কথা কইবার। দু’চোখে অশ্রু এলে মুছে দেবার। বেদনার্ত হলে সমব্যথি কেউ নেই।

শাস্তি পেলে কাঁদবে না কেউ। কোন কালে। কোথাও। কিইবা লাভ যদি সফল হই অথবা আছে কি ক্ষতি কোন যদি ব্যর্থ হই? আমার বুক বিদীর্ণ হোক। তবু তারা সুখী হোক পথে।

কায়মনোবাক্যে আমার ব্যর্থতাই কামনা করি। নিশ্চয়ই আমার প্রভুর গূঢ় ইচ্ছা তাই। ভাল থেকো হে অনাগত প্রকৃতির সন্তানেরা। খুব ভাল। ................০০০০০০০০০০০................. এর পর ঃ প্রায় শেষ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।