আওয়ামীলিগ বা সরকার বাদে দেশের আপামর জন গনের পক্ষ থেকে যদি বিএনপির নীতি নির্ধারকদের বিরূদ্ধে মামলা করা হয় কেমন হয় । মানে এক্কেরে জনমের দিওয়া দিলে কিমুন হয় - মনে হয় ভালই হয় ।
তবে খালেদার বিরূদ্ধে মামলা করা যাবে কি যাবেনা সেইটা একটা ফ্যাক্টর । ওর বিরূদ্ধে মামলা দিলে ও হামলানো শুরু করবে এবং পাবলিকের ফলস সিমপ্যাথি গ্রো হবারও একটা সম্ভাবনা আছে । কিন্তু বাকী যদি নির্ধারকদের বিরূদ্ধে মামলা করা হয় তবে তা হবেনা ।
আর খালেদা যখন দেখবে একেক নেতার বিরূদ্ধে শখানেক জায়গা থেকে শখানেক মামলা করা হয়েছে এবং ক্ষতিপূরন দিতে দিতে দেউলিয়া হয়ে যাচ্ছে তখন সে বেশী হম্বি তম্বি করবেনা । কারন এই বয়সে যদি তার বিরূদ্ধে গোটা পন্চাশেক মামলা দায়ের করা হয় হাজিরা দিতে দিতে আলজিহ্বা বার হয়ে যাবে তখন আফসে চুপসে যাবে । দেশের উন্নয়নে বাধ হয়ে দারাবেনা । তখন আগে আপ পরে বাপ - যুদ্ধাপরাধীদের বাচানোর জন্যেও হেচোর পেচোর করবেনা । আর বাকী লিডার এবং আসমুদ্রহিমাচল চিন্তাশীলরা হাজিরা দিব না ক্ষতিপূরন দিবো না যুদ্ধাপরাধীদেগো সাপোর্ট দিবো ।
আর শিবির নিধন তো চলছেই - আর নিজামুজা তো রিমান্ডে । যুদ্ধাপরাধীর বিচার এবং দেশের উন্নয়নে ইরিটেশন কমবে ।
আর এই বিপুল মামলায় দেশের উকিল সমাজের আয় বারবে । দেশে ম্যাক্সিমাম ডাক্তার ইন্জিনিয়ার হল বিএনপির কিন্তু উকিল বেশি আওয়ামিলীগের ।
তবে এই মামলা আওয়ামিলীগের লোকজন ফাইল যত না করবে তার চেয়ে বেশী হওয়া উচিৎ দেশের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ।
যাতে বলবার না পারে যে আওয়ামিলীগ ক্ষমতায় এসে বিএনপির নেতা কর্মীদের মামলা দিয়ে দাবরাইছে । বুদ্ধিডা কেমুন ?
আর কার কার বিরূদ্ধে মামলা দেওন যায় নাম দেন । এই যেমন :
মওদুদ আহমেদ ( বিএনপি পক্ষে সিআইএর কোরডিনেটর আরেকজন হল শমশের মুবিন চৌ : । আর হিজবুত তাহরিরের অ্যাডভাইজার এট্টা বিশিষ্ট বুদ্দিজিবী মাইনক্যার চিপায় মাহমুদুর রহমান )
ফরহাদ মজাহার ( জামাতের বিএনপিও অ্যাডভাইজার এন্ড কোরডিনেটর )
আতাউস সামাদ
শফিক রেহমান
খন্দকার মোশাররফ
হারিস চৌধুরী ....... ইত্যাদি
তবে খালেদার বিরূদ্ধে ফারূকের ফ্যামিলি মামলা করতেই পারে । সেটা তাদের ব্যাপার ।
নাম দেন আর খালেদার ব্যাপারে মামলা হবে কি হবেনা যুক্তি দেন । এত কিছুর পরেও মহিলা আবার ইসলামী ঐক্যজোট নেতাদের বৈঠক করছে - ষরযন্ত্রের গন্ধ কিন্তু এখনও পাওয়া যাচ্ছে ।
তবে দেলোয়ারের বিরূদ্ধে মামলা হবেনা । কি ঠিক আছেনা ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।