আমাদের কথা খুঁজে নিন

   

ভাল একটা কাম হইছে

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

হাসিনার গাটস আছে বলতে হবে। সাংসদদের মতো শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা নিতে চাইলে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মন্ত্রিত্ব ছেড়ে তা নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা সাংসদ হিসেবে শুল্কমুক্ত গাড়ির সুবিধা চাইলে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বলেন, তাঁরা শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা পাচ্ছেন না।

অথচ সংসদ সদস্য হিসেবে অন্য সাংসদদের মতো তাঁদেরও এ সুযোগ পাওয়া উচিত। মন্ত্রিসভার সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মন্ত্রী হিসেবে আপনারা সরকারি গাড়ি পাচ্ছেন। জ্বালানি তেলও দেওয়া হচ্ছে। তার পরও যদি গাড়ি কিনতে চান, তাহলে শুল্ক দিয়ে কেনেন। ’ সূত্র জানায়, তার পরও মন্ত্রীরা বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রীকে।

তাঁরা যুক্তি দেখান, মন্ত্রিত্ব না থাকলে সরকারি গাড়ি ফেরত দিতে হয়। কিন্তু শুল্কমুক্ত গাড়ি কিনলে তা নিজের থাকবে। তাই অন্য সাংসদদের মতো তাঁদেরও শুল্কমুক্ত গাড়ি পাওয়া যুক্তিসঙ্গত। জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁদের এ যুক্তি আমলে নেননি। তিনি বলেন, শুল্কমুক্ত গাড়ি নিতে চাইলে যে কেউ মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ হিসেবে তা কিনতে পরেন।

হাসিনাকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।