আমাদের কথা খুঁজে নিন

   

আগে দেখতাম মানুষে দাওয়াতে গিয়ে ছবি তুলত, এখন দেখি পুলাপাইনে ছাবি তুলার জন্য দাওয়াতে যায়। আসুন একটু আড্ডা দিই।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

ফেসবুকে কিছু মাইয়া পোলাপাইনের আইডি আছে। ছুরাত শরীর গঠন যাই হোক, সাজুকাজুতে মাশাআল্লাহ। তিনারা কোন দাওয়াতে গেলে, আর কইয়েন না, পুরা সর্বনাশ। কোটি কোটি (অসঙ্খ) ছবি তোলে থাকে।

আর তার ছবি তুলার ভাব দেখে স্পস্টই বুঝা যায়, সে দাওয়াতেই গেছে ছবি তুলার জন্য। মোবাইলের ক্যামেরাটাকে হালাল করার জন্য। ফেসবুকে বান্দর পুলাপাইনের দুস্টু দুস্টু কমেন্ট পাবার জন্য। আজকাল সামুতেও অসংখ্য ব্লগার দেখা যাচ্ছে যারা বিভিন্ন যায়গা দর্শন করতে যান ছবি তুলে সামুতে নুতুন একটা পোষ্ট দেবার জন্য। এই বিষয় নিয়া আসেন একটু মাতা মাতি করি।

অবশ্য অতিরিক্ত ছবি তুলি বলে আমারো যথেস্ঠ সু/কু নাম আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।