তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !
অনেকেই আমার কাছে কফি পাওনা আছে বলে দাবি করে । আজ সাবার দাবী পূর্ন করা হবে । দিচ্ছি একটা ঝাক্কাস কফি তৈরি করার রেসিফি :
উপকরন:
১. কাপ ১টি
২. বার্ন স্পে অথবা বার্নল।
৩. চিনি (ডায়বেটিক রুগিদের জন্য নহে)।
৪. কফি মার্ট ২ চামচ।
৫. কফি ১ চামচ।
প্রক্রিয়া:
১.আধা লিটার পানি ভালভবে গরম করে নিন।
২.কিছুটা গরম পানি গ্লসে নিন উদ্দেশ্য গ্লাস গরম করা। অতপর পানি ফেলে দিন।
৩. চিনি ,কফি ডাস্ট গ্লাসে নিয়ে চামিচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৪. মিশ্রনে পানি যুক্ত করন।
৫.কফি মার্ট মিশান ।
৬. ৩০ সেকেন্ড ঢেকে রাখুন ।
তৈরি হয়ে গেল মজাদার কফি। চাইলে বোতলে ঝাকিয়ে নিতে পারেন তাহলে ফেনা হবে।
পুনশ্চ: প্রয়োজনে বার্ন স্পে অথবা বার্নল যথা স্হানে লাগিয়ে নিন।
জনৈক শিশুর প্রশ্ন:এর পর কি করতে হবে?
উত্তর: আমাকে দাওয়াত দিন দেখিয়ে দিব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।