This world is too short to love anyone.
ব্রাজিল-আর্জেন্টিনা'র ফ্যান সবাইকে বলছি। মনে পড়ে এই দুই দলের জন্য তোমরা বাংলাদেশে কি করেছ?
ভুলে গিয়েছো নাকি?
ঠিক আছে মনে করিয়ে দিচ্ছি।
একটু খেয়াল করে দেখো ব্রাজিল-আর্জেন্টিনার গীত করতে গিয়ে কি কি অঘটন ঘটিয়েছ, আমি বলছি;
>> এক দলের সমর্থকেরা অন্য দলের পতাকা চুরি বা কেটে টুকরা করা
>> রাস্তা-ঘাট অবরোধ রেখে মিছিল
>> সামান্য কারেন্ট না থাকার জন্য অফিস ভাংচুর, গাড়ি ভাংচুর, মারামারি
>> পাবলিক বাসের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা'র জন্য তর্ক করতে গিয়ে ঘুষি, হাতাহাতি, মারামারি, রক্ত ! (ছি: লজ্জা করেনা তোমাদের)
>> যেখানে নিজ দেশের জন্য পতাকা কিনেছ ২ হাত লম্বা আর ব্রাজিল-আর্জেন্টিনা'র জন্য পতাকা বানিয়েছ ২০০ হাত লম্বা (ছি: লজ্জা করেনা তোমাদের)
আরও বলবো? শুনতে চাও তোমরা?
লজ্জা করেনা?
যেই ব্রাজিল-আর্জেন্টিনার নাগরিকেরা তোমাদের চিনেনা আর সেই দেশের জন্য তোমার নিজে দেশের ভাইয়ের সাথে মারামারি করলে?
প্রতিবছর আমাদের দেশে বন্যা হচ্ছে , ক্ষরা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে আরও কত কি সমস্যা কিন্তু কখনো কি এই ব্রাজিল-আর্জেন্টিনার পক্ষ থেকে কোনো সাহায্য বা কোনো সহানুভূতি কি আমরা পেয়েছি?
তাই আজ থেকে শপথ নাও, কখনো এই দলের জন্য কারও সাথে তর্কে বা মারামারিতে যাবোনা। ফুটবল খেলা দেখা ছাড়ার জন্য বলছি না কিন্তু যেই খেলার জন্য রক্ত প্রবাহিত হয় এমন খেলা দেখার তোমরা যোগ্য নও।
আজ থেকে শপথ নাও যে, যে এই দুই দলের কোনো পতাকা এই স্বাধীন বাংলাদেশে লাগাবো না।
আমার শপথ। তোমার শপথ নিচ্ছো তো?ss
[[ আমি খুব খুশি হব যদি এই ব্রাজিল-আর্জেন্টিনা আগামী বিশ্বকাপে বাছাই পর্বে হেরে যায়। ]]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।