টানা দুটো শিরোপা জিতে ‘হ্যাটট্রিক’-এর সামনে দাঁড়িয়ে থাকা জুভেন্টাস খেলবে সাম্পদোরিয়ার মাঠে। এসি মিলানের লড়াইও প্রতিপক্ষের মাঠে। তাদের লড়াই নবাগত হেলাস ভেরোনার সঙ্গে।
সেরি-আ’য় রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ম্যানচেস্টার সিটি থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজকে নিয়ে এসে এবার আরো শক্তিশালী। তাদের দলে চোট সমস্যাও তেমন নেই।
গত রোববার লাৎসিওকে ৪-০ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতে ‘জুভ’ নামে পরিচিত দলটি দারুণ অনুপ্রাণিতও।
মিলানের অবস্থা ঠিক উল্টো। কেভিন প্রিন্স বোয়াটেং, নাইজেল ডি জং, সুলে মুনতারি, জিয়ামপাওলো পাজ্জিনিসহ দশ জন খেলোয়াড়কে ছাড়াই প্রথম ম্যাচের দল সাজাতে হবে মিলানের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে।
হাঁটুর চোটের জন্য অক্টোবরের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে বাধ্য হওয়া স্ট্রাইকার পাজ্জিনিকে নিয়েই বেশি দুশ্চিন্তা আলেগ্রির। তিনি বলেন, “পাজ্জিনিকে না পাওয়াই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।