আমাদের কথা খুঁজে নিন

   

৯ বছরে ওএসডি সাড়ে ৩ হাজার

একটি রিট আবেদনে দেয়া আদেশে ২০০৪ সালের পর থেকে ২০১২ সাল পর্যন্ত এই হিসাব দেয়া হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খুরশিদ আলম সরকারের বেঞ্চে রোববার দেয়া হয় ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত হিসাব। এর আগে দেয়া হয়েছিলো ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত হিসাব।
২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত মোট ১৬১৬ জনকে ওএসডি করা হয়েছিলো। এর মধ্যে ১৯ জন সচিব।


বাকিদের ৮৮ জন অতিরিক্ত সচিব, ২৮০ জন যুগ্মসচিব, ৮৭৮ জন উপসচিব, ২৪৪ জন জ্যেষ্ঠ সহকারী সচিব ও ১০৭ জন সহকারী সচিব।
জনপ্রশাসনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই দেখা হয়। ওএসডি কর্মকর্তা কোনো কাজ না করলেও বেতন পান।
মন্ত্রণালয় আদালতকে জানিয়েছে, ওএসডি কর্মকর্তাদের কাছ থেকে কোনো কাজ না পেলেও ৪৭ কোটি ৬৫ লাখ টাকা বেতন-ভাতা দিতে হয়েছে।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ১৯৮৯ জনকে ওএসডি করা হয়েছিলো।


আদালত ২০০৩ সালে রুল জারির সময় থেকে ওএসডি কর্মকর্তাদের তালিকা চেয়েছিলো। বাকি তালিকা দিতে সময় নিয়েছে সরকার।    

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।