যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
ব্রাজিল এর বিদায়ের পর দলে বড় রদবদল হতে যাচ্ছে বলাই যায় । আবার ভক্তরা জ়াগো বনিতা দের আগের রুপে দেখতে পাবেন । সেটাইই আসা করা যাচ্ছে ।
এরই মধ্যে দুঙ্গা তার পদ থেকে সরে দাড়িয়েছেন । খবর এর কাগজে দেখলাম আজকে ।
তার ৪ বছর এর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসেই।
রোনালদিনহো, পাতো, আদ্রিয়ানো দের দলে ফেরা এখন সময়ের বেপার মাত্র ।
এখনকার দল থেকে বাদ পরতে পারেন মেলো, জুয়ান, কাকা সহ আর ও অনেকে ।
লুসিও তার শেষ বিশ্বকাপ হয়ত খেলে ফেলেছে । এরপর সে অবসর নিয়ে নিতে পারে ।
দেখা যাক । কি হয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।