আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ শরৎ বাবুর চিঠি ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ

প্রায় বছর পেড়িয়ে অনেক দিন বাদে শরৎ বাবুর চিঠি এল ফিরবেন নাকি বর্ষা শেষে। মনটা গেল গুলিয়ে অভদ্র ভ্যাপসা এলো বুঝি ফিরে। বেশতো ভালো ছিল বর্ষা ঝরছিল ভ্যাপসায় দিন-রাত প্রাণ এবার যায় যায়। কি করি আর ভেবে না পাই বর্ষা শেষে শরৎ বাবু আসছে রে ভাই। ভাবছি পালাবো ঘর ছেড়ে কোথাও এক নদীর তীরে কাশবনের মৃদুল হাওয়ায় যদি প্রাণটা জুড়ায়! সময়কালে ঠুক ঠুকিয়ে শরৎ বাবু ঠিক এলো ফিরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।