এহহামিদা'র ব্লগ!!
নিজামী-মুজাহিদ-সাঈদীর গ্রেফতারের পরে এখনকার প্রধান প্রশ্ন এদের সহ অন্যান্য যুদ্ধাপরাধীদের গ্রেফতার অভিযান শুরু হবে কবে!! এই যখন অবস্থা, ঠিক তখনই দিকে দিকে শোনা যাচ্ছে হাম্বা লীগের গোংগানীর আওয়াজ!!
নিজামী-মুজাহীদ-সাঈদীর গ্রেফতারটা ছিল সম্পুর্ন বিনা বাধায়!! নিজামীর গ্রেফতারের সময়টাতে সামান্য ধরনের টানা হেচরার খবরও শোনা যায় নি!! হাম্বা সরকারই কিছু কিছু যায়গায় ধর-পাকর করে জাশিদের গ্রেফতার করেছে পরের দিন কিছু অগোছালো বিক্ষোভ মিছিলের সময়ে!!
আম্বাদের প্রথম দিকের দুইভাগে বিভক্ত হাম্বা ডাক শুনে যা বুঝা যাচ্ছিল তাতে মনে হয়েছে, বাছুর গুলার মতে ১) আম্বা-হাম্বা সরকার ভুল করেছে ২) ঠিকই করেছে
আর গুরুগুলা (পেত্নী সহ) ও পেইডগুলার মতে - সরকারের কিছুই করার ছিল না, আদালতের রায়ে গ্রেফতার করা হয়েছে এদের (যুদ্ধাপরাধীদের)!!
জামাতীদের তাতক্ষনিক প্রতিক্রিয়ায় ছিল বিক্ষোভ মিছিলের ডাক, হরতালের কোন ছিটেফোটাও নাই!! পরেরদিনই মত পরিবর্তন, কয়েকটি মামলা ণতুন করে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন!! যা আম্বা-হাম্বাদের ও পেইড মিডিয়াদের প্রতি ছিল গ্রীন সিগনাল!!
এরপর সন্ধার পরই, এই গ্রেফতারকে আম্বা-হাম্বা সরকারের ফাইজলামী বলে খালেদা জিয়ার বিবৃতি!! আরেকটি মজার ব্যাপার জাশি কোন হরতালের ডাক দেয় নি!!
আম্বা-হাম্বাদের গোংগানীর আভাস পাওয়ার এইতো শুরু!! আদালতের আদেশে গ্রেফতার অবস্থান থেকে সরে এসে, কামরুল ইসলাম শিবিরের কাছে মিনতি শুরু করে!! আম্বা-হাম্বারা অবস্থান শক্ত করা শুরু করে!!
গতকাল রাতে বিএনপি মহাসচিব দেলোয়ারের ঘোষনা জামাতের কর্মসুচীকে সমর্থন দিবেন, কিন্তু জামাতের আণ্দোলনের মাঠে থাকবে না বিএনপি!!
আর আভাসে সীমাবদ্ধ নেই, পুরাদমে আম্বা-হাম্বাদের গোংগানীর আওয়াজ শোনা যাচ্ছে আকাশে-বাতাসে, পথে প্রান্তরে!!
১৬ দিনের রিমান্ড এর মধ্যে না হোক ৩০ দিনের রিমান্ডের পরেই আশা করা যাচ্ছে যে, এই তিনজনকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেফতার দেখানো হবে!! শুরু হয়ে যাবে অন্যান্য যুদ্ধাপরাধীদের গ্রেফতার অভিযান!!
তাকিয়ে আছে বাংলাদেশ!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।