ভালোই চলতেছিলো উরুগুয়ে - ঘানা ম্যাচ । কে এই ম্যাচে এতো কাহিনী হবে শেষ মিনিটে ? যদি ঘুমায়ে যায়ে থাকেন তো মিস করছেন। তো কি কাহিনী হলো?কাহিনী যেইটা হলো তা হলোঃ
১. ঘানার আক্রমন ঠেকাতে গিয়ে উরুগুয়ের গোলকীপার বল মিস করলেন । বল ঘানার প্লেয়ারের পায়ে । পোস্টে কীপার নাই ।
কীপারের জায়গায় চইলা আসলেন ৯ নম্বর জার্সির সুয়ারেজ (চিনতে পারছেন ? দক্ষিন কোরিয়ার সাথে দুই গোল দিয়েছিলো )। ঘানার স্ট্রাইকারের প্রথম শট পা দিয়া ফিরাইলেন । তারপর আবার শট আসলে মনে করলেন আমিই কীপার হয়ে যাই । তিনি বলটা ফিরাইলেন হাত দিয়ে ।
২. বেরসিক ঘানার প্লেয়াররা চিল্লানো শুরু করলো ।
বেরসিক রেফারী লুই সুয়ারেজকে ডাকলেন । লুই সুয়ারেজ বললো - "কে কইছে আমি হাত লাগাইছি বলে ? জীবনেও আমি এই কাম করি নাই । " তো রেফারী সেই কথা শুনলো না । লাল কার্ড বাইর করে তারে মাঠ থেকে বাইর কইরা দিলো । ঘানাকে দিলো পেনাল্টি ।
৩. লুই সুয়ারেজ কানতে কানতে মাঠ থেকে বাইর হইল । পেনাল্টি শট নিলো ঘানার গিয়ান । গিয়ান শট কি নিলো আল্লাই মালুম । বল ক্রস বারে লাইগা উইড়া চইলা গেলো্। সাথে সাথে লুই সুয়ারেজের কান্না থাইমা গেলো ।
খুশীর চোটে জোলে চিল্লান দিলো একটা । আর কান্না শুরু হইল এইবার গিয়ানের । দুই তিন জন মিইল্লা ওরে ধইরা রাখলো ।
৪. তারপর পেনাল্টি শু্ট ওয়াট । টাইব্রেকারে ঘানার একজন মিস করল।
পরের শটটা ঠিক মত নিতে পারলে উরুগুয়ে অনেক আগায়ে থাকে, এই সময় উরুগুয়ের প্লেয়ার ও মিস করল। তারপর ঘানার প্লেয়ার আবার মিস করলো । উরুগুয়ে এইবার আর কোনো মিস করলো না । ৪-২ এ জিতে উরুগুয়ে সেমিফাইনালে । এই হইলো ওভার অল নাটক ।
ম্যাচের ম্যান অব দি ম্যাচ
দিয়োগো ফোরলান । কিন্তু হিরো লুই সুয়ারেজ । নিজে লাল কার্ড পাইয়েও যে দলকে নিয়ে গেলো সেমিফাইনালে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।