আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ: আমাদের কে সিরিয়ালের হাত থেকে রক্ষা কর

আহমাদ ইউসুফ

আমার এক ভাযরার বাসায় রাতে দাওয়াত ছিল। তাদের বাসা পুরান ঢাকা, বংশালে। আটটার দিকে তাদের বাসায় গেলাম। আপা (বউয়ের ইমিডিয়েট বড় বোন) রান্না নিয়ে ব্যস্ত ছিলেন। দুলাভাই (ভায়রাভাই) কে বললাম চলেন টিভিতে খবর দেখি।

টিভি অন করে বাংলাদেশী কোন চ্যানেলে খবর না পেয়ে অবশেষে ডিসকভারি চ্যানেল দেখতে লাগলাম। দুলাভাই হঠাৎ আমার হাত থেকে রিমোট নিয়ে চ্যানেল ঘুরাতে লাগলেন। আমি চুপ করে থাকলাম। অপেক্ষা করতে লাগলাম। দেখি তিনি কোথায় থামেন।

ওমা! সেকি! তিনি দেখছি স্টার জলসায় গিয়ে থামলেন। আমি তো হতবাক। বললাম শেষ পর্যন্ত দুলাভাই আপনিও জলসা দেখেন? দুলাভাই আমতা আমতা করে বললেন, না মানে টাপুর টুপুর সিরিয়ালটা ভালো লাগে। ঘটনা এখানেই শেষ নয় একসাথে খাবার খাচ্ছিলাম। হঠাৎ দেখি দুলাভাই প্লেট নিয়ে উঠছেন।

আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি টিভির সামনে। এই হল ঢাকার শহর তথা সারা বাংলাদেশের বর্তমান অবস্থা। নারীদের মন জয় করে এখন আধুনিক রুচিশীল পুরুষদের মনও জয় করতে শুরু করেছে স্টার জলসাসহ ভারতীয় চ্যানেলগুলো। নিজেকে নিয়ে তাই ভাবনা হচবাংলাদেশীওআমিও (আমার মতো কট্টরপন্থী বাংলাদেশী, যে ভারতীয় চ্যানেল বিশেষ করে সিরিয়ালের উপর মহাক্ষ্যাপা) কি তবে দুলাভাইয়ের মতো সিরিয়ালে আসক্ত হতে বাধ্য হব, নাকি সরকার আগেই কোন পদক্ষেপ নেবে। ---- আহমাদ ইউসুফ, ঢাকা, ২৩৪০ ঘঃ ২৩ আগষ্ট ২০১৩ ইং।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।