সত্য সন্ধানে সর্বদা নির্ভিক
ঢাকা, ২ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): আদালতে ৫ম বাতিল হলেও ৭২-এর সংবিধানে আওয়ামী লীগ ফিরে যেতে পারবে না বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন বহাল রেখে ঐ সংবিধান বহাল করা সম্ভব নয়। চতুর্থ সংশোধনী বহাল রাখলে আওয়ামী লীগকে দেশে আবারো বাকশালী ব্যবস্থা কায়েম করতে হবে, অন্যথায় ৫ম সংশোধনী মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে ৫ম সংশোধনী
ও জাতীয় স্বাধীনতার জন্যে হুমকিস্বরূপ শীর্ষক এক গোলটেবিলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
সংগঠনের নির্বাহি পরিচালক মেহবুব রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নিয়ে বিএনপি স্থাযী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৭ জুনের হরতালে র্যাব-পুলিশের পোশাকে বিরোধী দলীয় নেতা-কর্মীদের নির্যাতন করেছে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, স্বৈরাচারী এরশাদের আমলের মত বিএনপি এখন হরতাল করলে দেশে আরেকটি এক-এগার সৃষ্টি হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার আদালতের নেই। বিএনপি আদালতের এ সিদ্ধান্ত মানেনা বলেও মন্তব্য করেন তিনি।
(শীর্ষ নিউজ ডটকম/এএইচআর/এমএইচ/১৫.২০ঘ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।