আমাদের কথা খুঁজে নিন

   

৪০০-৫০০ মেগাবাইট মুভি ডাউনলোড (হাই কোয়ালিটি)

আহমেদ সাদমানের ব্লগ। বাঙালিদের মধ্যে লেটেস্ট ভারসন।

অনেকেই ইন্টারনেট থেকে মুভি ডাউনলোড করে থাকেন। এগুলোর বেশিরভাগই টোরেন্ট এবং সাইজ ৭০০-৮০০ মেগাবাইট। আবার কোয়ালিটি ভাল না খারাপ সে সম্বন্ধেও বোঝার কোন উপায় নেই।

আপনারা একটি সাইট থেকে খুব সহজে মুভি ডাউনলোড করতে পারবেন, তাও আবার সাইজ ৩০০ থেকে ৫০০ মেগা (হাই কোয়ালিটি)। এজন্য আপনাকে যেতে হবে http://www.mediafiremoviez.com এখান থেকে আপনার পছন্দের মুভি সার্চ দিন। যদি মুভিটি আপলোড থেকে থাকে, তাহলে অবশ্যই তা আসবে। এরপর আপনি সেখানে দেখতে পাবেন মুভি সম্পর্কিত বিভিন্ন তথ্য। এর মধ্যে Resulation এ বিশেষ খেয়াল রাখবেন, কম হলে কোয়ালিটি একটু খারাপ হতে পারে।

যেভাবে ডাউনলোড করবেনঃ ১। মুভিটির নামের ওপর ক্লিক করুন। ২। এবার একেবারে নিচের দিকে গিয়ে ৩ টি লিঙ্ক পাবেন...... একটি mediafire এর, অপরটি ifileit. যে কোন এক সেটের লিঙ্ক নির্বাচন করে সব লিঙ্কের ফাইল ডাউনলোড করুন। ৩।

ডাউনলোডের পর, ৩ টির যে কোন একটিতে (১ম টি '০০১') ক্লিক করে 7 zip (http://www.7-zip.org) দিয়ে ফাইলগুলো extract করুন। (একটি এক্সট্রাক্ট করলে অন্যগুলো আপনা-আপনি হয়ে যাবে, ফলে আলাদা আলাদা করে করার কোন দরকার নেই)। ৪। এবার আপনি আপনার মুভি দেখতে পাবেন লক্ষ্য করুন, আপনাকে তিনটি ফাইল ডাউনলোড করতে হয়। যে সার্ভারে ফাইল গুলো আপলোড করা হয়, সে সব ফাইলের আপলোড লিমিট খতম হয়ে যায় বলে ফাইলগুলো Split করা হয়।

যাদের মিডিয়ারফায়ারে একাউন্ট আছে তারা নিশ্চয়ই জানেন যে, এখানে সর্বোচ্চ ২০০ মেগাবাইটের একটি ফাইল আপলোড করা যায়। এবার বুঝেছেন?। আর হ্যাঁ, ভাগ্য ভাল হলে আপনি সাবটাই টেলো পেয়ে যেতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।