এখনই, নয়তো কখনই নয়...।
নিচের লিংকটার শির: নাম ছিলো-অবিশ্বাসের সূত্রপাত-পর্ব ৬
Click This Link
তো একদিন করলাম কি ঐ পোস্টে দিলাম একটা কমেন্ট। কমেন্ট খেয়ে মূল লেখক খেপে গিয়ে দিলেন পাল্টা কমেন্ট। মানে পাল্টা কমেন্ট দিয়ে পারলে আমাকে ধুয়ে মুছে দেন আরকি।
কি আর করা..। দিলাম ওনার পোস্টটা কপি পেস্ট করে। কারন ঐ পাল্টা কমেন্টটা আমি একেবারেই হজম করতে পারিনি।
ওমা কয়েক ঘন্টা পর দেখি যে আমার কপি পেস্টটা একেবার ক্রসফায়ার!!!!
অথচ আমার পোস্টটা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার জন্য ছিলো না বরং মূল লেখকের (নাস্তিকের ধর্মকথা) হযরত মুহাম্মদ (সা: ) কে নিয়ে কুৎসা রটানোর বিষয়টা তুলে ধরাই উদ্দেশ্য ছিলো।
অবশ্য আমার ঐ কপি পেস্টটা নাস্তিকদের ধর্মীয় (?????)অনূভুতিতে আঘাত হেনে থাকলে এবং সে কারনে যদি ব্লগ মডারেটর আমার কপি পেস্টটা ক্রসফায়ার করেন আমার সেক্ষেত্রে বলার কিছুই নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।