আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনাম?? অসহ্য !



ব্লগ লিখতে বসলেই মনে হয় কেন লিখবো? কমেন্ট পাওয়ার জন্য? আগে হয়ত তাই ভাবতাম। এখন মনে হয় ফ্রন্ট পেজ এ একসেস না পেলেই ভালো হত। কেউ যদি না দেখত কি লিখছি আমি, ভালো হত। ভালো হয়তো আরও অনেক কিছুই হতে পারত, হয় না। ভালো হয় না।

লোকে বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো হচ্ছে আমার? হয়তবা! নাকি এর বেশী ডিজার্ভ করি না আমি? এত রাতে লিখতে বসেছি...মেজাজ খারাপ হয়ে আছে প্রচন্ড! নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারি না। বিছানা আরেক জনের দখলে। সেটাও কি কারন? নাহ! পড়াশুনা করা দরকার হচ্ছে না। কাজ পড়ে আছে অনেক, করা হচ্ছে না।

ঘুম হচ্ছে না। আসলেই কোনটা??? কোনটা কারন? অসহ্য লাগছে! একটা ইচ্ছে করছে অবশ্য। মাথার চুল গুলো ফেলে দিতে....। আপাতত এই ইচ্ছে টাই খুব বেশী করছে। হয়ত সিগারেট থাকলে ইচ্ছেটা কনভার্ট করাটা সহজ হত! নিজেকে আসলে মেরেই ফেলতে ইচ্ছে করছে! লাভটা কি? সব শেষ দেখবো কি করে তাহলে? সব শেষ দেখতে হবে।

অনেক সারপ্রাইজ আছে আমার জন্য......অনেক সারপ্রাইজ! একজন এসেছিলো আমার ব্লগে.....ঘুরে গেছে। তখন ভাবছিলাম কোন কমেন্ট করলো না? খারাপ লেগেছিলো। আবার এসেছে........এবার আর খারাপ লাগছে না। লেখা গুলো কে গুম করে ফেলতে পারলে ভালো হত...... ব্লগে পরিচিত মানুষ দেখলে বড় বিরক্ত লাগে! যাই লিখবো একটা কিন্তু খুজে বের করবে! এই লেখারও হয়ত কোন ব্যাখ্যা বেরুবে.....।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।