আমাদের কথা খুঁজে নিন

   

মনে আছে আবু বকরের কথা?? ঐ যে গোলাবাড়ীর বর্গাচাষী রুস্তম আলির পোলা আবু বকরের কথা???

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
মনে আছে আবু বকরের কথা?? ঐ যে গোলাবাড়ীর বর্গাচাষী রুস্তম আলির পোলা আবু বকরের কথা??? যাকে বেজন্মা (কারন তারা আওয়ামীলীগের কেউনা) ছাত্রলীগ হত্যা করেছিল ঢাবির এফ রহমান হলে। যাকে নিয়ে বর্গাচাষী রুস্তমের পাহাড়সম স্বপ্ন ছিল। পরিবারের সবার মধ্যেতো বটেই আশে পাশের গ্রামগুলোর মধ্যেও সবচে ভাল সুনাম আর শিক্ষিত হলো রুস্তম আলীর ৩য় সন্তান আবু বকর। বড্ড বিনয়ী,কোমল স্বভাবের আর আদব কায়দা জানা ছেলে ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করে তার ছেলে যে কোন আলোচনায় কোন সুযোগে একবার কথাটা তুলতেন রুস্তম। অন্য লোকজনও রুস্তম আলীর কষ্ট দেখে বলতেন এই কামলার পোলা ভার্সিটিত পড়ে। মা বাপেরও আশা তাদের শিক্ষিত পোলা চাকরি করে সংসারের অভাব দূর করবে। তখন আর চিন্তার কিছু নেই। কিন্তু সেই স্বপ্নকে গলাটিপে হত্যা করে ছাত্রলীগের গুন্ডাগুলী।

আমরা আবু বকরকে ভুলে যেতে পারি, কিন্তু আবু বকরের আত্না প্রতিনিয়ত আমাদের অভিশাপ দিয়ে যাচ্ছে। কারন তার হত্যাকারীদের আমরা বিচারের আওতায় আনিনি। আসলে বিচার আবু বকরের কপালে নেই। আফসোস.. আবু বকর... তুমি কেন ছাত্রলীগার হলে না!!!! তবে আর তোমার মৃত্যূর পর অপেক্ষা করা লাগতো না!!!! @ কি রা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।