ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
মাঝে মাঝে ভাবি, বাংলাদেশে মৃত্যুদন্ড থাকা উচিত কিনা। বার বার ভেবে অবশেষে এই সিদ্ধান্তে এলাম যে, যদি ন্যায় বিচার হয় আমি মৃত্যুদন্ড সমর্থন করি।
পত্রিকার খবরে জানতে পেরেছি, গত রোববার বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার মগবাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মারাত্মক অগ্নিদগ্ধ ফারুক হোসেন (৩২) মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ফারুক গতকাল বুধবার রাত দেড়টার দিকে মারা যান। সেখানে অন্য অগ্নিদগ্ধ সুমন (২৬) চিকিৎসাধীন আছেন। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ফারুকের শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।
ঘটনার পর পরই বার্ন ইউনিটে চিকিৎসাধীন সুমন জানান, গত শনিবার রাতে একটি প্রাইভেটকারে ধোলাইখাল যাওয়ার সময় কয়েক যুবক তাঁদের গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার পর ফারুকের পরিবার কি খুনীদের ফাঁসি চাইবে না?
২৮ জুন প্রথম আলোর আরেকটি খবর দেখুন: ‘এশা (আয়েশা হুমায়রা) আমাকে বলে, “ছেলেটা বাড়াবাড়ি করছে।
বাবাকে বলে দেবে বলে আমাকে ব্ল্যাকমেইল করছে। ” ...১৯ জুন রাতে আমি সামিউলের গলা টিপে ধরি। এশা এ সময় সামিউলের পা ধরে রাখে। গলা টেপার পরও তার মৃত্যু না হওয়ায় বালিশ চাপা দেই। সামিউল মারা যায়।
...আমি ওই রাতে ছাদে চলে যাই। পরদিন ওই ভবন থেকে বের হই। ...আমার ধারণা, এশা পরে লাশটি ফ্রিজে রেখে দেয় এবং সুবিধাজনক সময়ে রাস্তার পাশে ফেলে আসে। ’
আদাবরে শিশু সামিউল হত্যাকাণ্ড মামলার আসামি শামসুজ্জামান আরিফ র্যাব সদর দপ্তরে এভাবেই হত্যাকাণ্ডের কথা বর্ণনা করে। তাঁর গ্রেপ্তার নিয়ে আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আজ সকালে রাজধানীর বাড্ডা থেকে আরিফ ও তাঁর ভাই নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রাতে আদাবর থানার পুলিশ আরিফের স্ত্রী সাথীকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই আরিফের অবস্থান সম্পর্কে জানা যায়।
গত বৃহস্পতিবার নবোদয় হাউজিংয়ের এ-ব্লকের ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা থেকে সামিউলের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলে নার্সারিতে পড়ত।
পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সামিউলের মা আয়েশা হুমায়রাকে গ্রেপ্তার করে।
এই ঘটনার পর কেউ যদি তাদের ফাঁসী না চায় আমি মনে করি সে একটা জড় পদার্থ ।
খুনীদের বেঁচে থাকার কোন অধিকার নাই। তাদের পাপের প্রথম শাস্তি ফাঁসি। খুনীদের ফাঁসি চাই। আমি মুত্যু-দন্ডকে দারুণ ভাবে সমর্থন করি।
যদি ন্যায় বিচার হয়, আমি মৃত্যুদন্ড সমর্থন করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।