ভারতের মুম্বাইয়ে অপরাধ বাড়ার পেছনে বাংলাদেশি অভিবাসীদের দায়ী করেছে শিবসেনা। মুম্বাইয়ে এক নারী ফটোসাংবাদিক গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় বাংলাদেশি অভিবাসীদের সংশ্লিষ্টতার অভিযোগও করেছে ভারতের কট্টর জাতীয়তাবাদী এ হিন্দু সংগঠনটি।
শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলে, ‘শহরে অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছে। অভিবাসীদের সঠিক তথ্যাদি নেই। অনেকগুলো অবৈধ কলোনি গড়ে উঠেছে, অপরাধেরও হারও বেড়েছে। একমাত্র যদি পুলিশ ও কর্তৃপক্ষ কঠোর হয় তাহলে পরিস্থিতির উন্নতি হবে।’
ভারতে ‘চরমপন্থি’ হিসেবে পরিচিত শিবসেনার ভিত্তি মহারাষ্ট্র হলে ভারতের বিভিন্ন অংশে নিজেদের অস্তিত্ব বিস্তারে কাজ করছে দলটি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চায় (এনডিএ) থেকে একাধিকবার মহারাষ্ট্রের শাসন ক্ষমতায় গেছে ‘উগ্র কট্টরপন্থি’ এ দলটি।
সুত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।