প্রতারিত সৈনিক, বেচে থাকা যোদ্ধা, বিজয়ের নেই কোন লেশ
এ কি দেখছি? এ কি দৃশ্য চোখের সামনে? দেশের অনেক কিছু নিয়ে রাজনীতি হয়েছে এখন শুরু হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি। মতিউর, নেজামী, মোজাহিদ যদি অপরাদ করে থাকে তাহলে তাদেরকে গ্রেফতার করা ও কি ডিজিটাল নিয়মে দরকার ছিল? এ কি ডিজিটাল নিয়ম যে এ রকম সাধারণ মানুষদের কে ধরে টেনে হেচরে লাটি পেটা করে চেচরিয়ে পুলিশ দ্বারা হয়রানী করে গ্রেফতার করা। আওয়মী সরকার আজ এসব কিছু করতেছে কাল বিএনপি এর প্রতিশোধ নিবে। আজ পুলিশ এদের পেঠাচ্ছে কাল ওদরে অর্ডারে যারা এসব করছে তাদের রাস্তার সামনে লাঠি পেঠা করবে। বাহ কি সুন্দর।
একটা কথা ভেবে পাইনা, যে সরকার ই ক্ষমতায় যায় গিয়েই শুরা বিরুধী দলের নাম নিশানা মুছে ফেলার ধান্ধা। কোন প্রতিষ্ঠান থেকে জিয়ার নাম মুছা যায়, কোন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের নাম মুছা যায়। কাকে কাকে গ্রেফতার করে ১২টা বাজানো যায় এসব চিন্তা। সরকার দল দেশের চিন্তা কখন করে? নাহ আর কিছু লেখবনা । ইচ্ছা করছে না।
চিন্তা করতেছি বাসা থেকে ডিস এন্টিনার লাইনটা কাটিয়ে দিব। আর পেপার পত্রিকাও পরবোনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।