উত্তর কোরিয়ায় আটক কোরীয় বংশোদ্ভূত মার্কিন পর্যটক কেনেথ বায়ের (৪৪) বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। গত বছরের নভেম্বরে কেনেথ উত্তর কোরিয়া যান। এ সময় অপরাধ ঘটানোর অভিযোগে তাঁকে আটক করা হয়। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে রয়টার্স জানায়, গত বছরের ৩ নভেম্বর পাঁচ দিনের সফরে উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাজিনে যান কেনেথ।
শহরে প্রবেশের কিছু সময় পর তাঁকে সেখান থেকে আটক করে পুলিশ।
উত্তর কোরিয়ার অভিযোগ, ওই মার্কিন পর্যটক সরকার উত্খাতের উদ্দেশ্যে কাজ করছিলেন। কেসিএনএর খবরে জানানো হয়, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন ওই মার্কিন পর্যটক। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিল উত্তর কোরিয়া। তবে কেনেথের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি দেশটি।
গত বছর কেনেথকে আটকের পর পশ্চিমা গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ও সিএনএনের খবরে বলা হয়েছিল, কেনেথ বায়ে রাজিন শহরের গৃহহীন ও দরিদ্র শিশুদের সহায়তার চেষ্টা করছিলেন। তাদের অবস্থা বিশ্ববাসীকে জানাতে তিনি তাদের ছবি তুলেছিলেন। এ অপরাধে উত্তর কোরিয়া সরকার তাঁকে আটক করে।
কেনেথ বায়েকে বিচারের মুখোমুখি করার ঘোষণার মধ্য দিয়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।