আমাদের কথা খুঁজে নিন

   

সেই বাঁকানো ব্যানানা ফ্রী কিক কোথায় গেল : স্টইচকভ, হ্যজি, বেকহ্যম, কার্লোসদের মিস করছি

বল বীর! চির উন্নত মম শির!
ফুটবলে একটা সময় গিয়েছে যখন প্রতিটা দলেই একজন ফ্রী কিক স্পেশালিস্ট থাকত। সেট পিসে গোল দেয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ন ভুমিকা রাখত। হল্যান্ডের কোয়েম্যন,বুলগেরিয়ার স্টইচকভ ,রুমানিয়ার গিওর্গ হ্যাজী কিংবা বেকহ্যামের ফ্রী কিক নেয়াই ছিল গোলের দারুন সম্ভাবনা। এদের বাঁকানো ফ্রী কিক গুলোর নামই হয়ে গিয়েছিল ব্যনানা কিক। মাঝখানে রবার্তো কার্লোস একবার অবিশ্ব্যাস বাঁকানো ফ্রী কিক নিয়ে হৈ চৈ ফেলে দিয়েছিল বিশ্বে। কিন্তু এখনকার সুপারস্টারদের ফ্রী কিক দেখলে সেরকম আনন্দ পাওয়া যায়না , গোলও হয় কম। মেসি রোনালদো , কাকারা কেউ চমৎকার সেই ফ্রী কিক গুলো নেয়ার স্কীল রাখেন না। ফলে এবার বিশ্বকাপে জাপানের হোন্ডার নেয়া ফ্রী কিক ছাড়া আর কোনটাই তেমন গোলের সম্ভবনা তৈরী করতে পারেনি, দেখেও ভাল লাগেনি। বিশ্ব ফুটবল থেকে ব্যনানা কিকটা হারিয়েই যাচ্ছে বোধ হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।