আমাদের কথা খুঁজে নিন

   

তুই রাজাকার..তোর ১৪ গুস্টির রক্ত খারাপ... (সচল-রি-পোস্ট)

নির্লীপ্ত দু
ধিক তব মা'তোর ঐ কু-সন্তানদের, বাংলার জমিন তারা ছেড়ে যাক নিপাত যাক সব কু-লাঙ্গার, ব্যভিচারির দল বুকভরে শান্তির সু-বাতাস নিব, করবো নাকো দৃকপাত। । তুলে নিব চোখ কেটে নিব যৌনাঙ্গের সুখ বিচার হবে রক্তের প্যাপিরাসের যা গড়িয়ে জন্ম বাংলাদেশের। । ঐ সময় হঠাৎ আমাদের সকলের কি যেন হয়ে গিয়েছিল, পাকীস্তানিদেরও মন-মানসিকতা কেমন যেন বদলে গিয়েছিল।

ইসলামের নামে আমাদের অকাতরে খুন করছে, জান্নাতের নামে আমাদের মা-বোনদের সাথে জেনা করেছে ঐ সময় আমরা (বাহাত্তর-পঁচাত্তর) কেমন যেন হয়ে গিয়েছিলাম, আমাদের মন-মানসিকতা পরিবর্তিত হয়েছিল। ঊনসত্তর থেকে একাত্তর-এই সময় আমরা ছিলাম বাঘের বাচ্চা। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাঁশের লাঠি দিয়ে ট্যাংক পিটিয়েছি, গুলতি আর মাটির চাক্কা মেরেছি কামানের গোলার বিনিময়ে। তারপর অর্থাৎ ৭২ এর পর আমরা নিজের বিবেক বিসর্জন দিয়েছি, বিসর্জন দিয়েছি হাজার বছরের ঐতিহ্য, জীবন-যাপন, মূল্যবোধের কালিমা লেপন আর ণৈতিকতা হারানোর পর হয়ে গেলাম ভীরু যার জন্য এখন রাজাকার, আল-বদর, যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হয় স্বাধীনতার ৩৯ বছর পর, তাও হবে কি না জানিনা, সেই রকম প্রতিবাদী আর কেন যেন হইনা। কুকুরছানাদের গ্রেফতার (?) করে সরকার কি আমাদের ভুলিয়ে দিতে চায় রাজশাহীর ভড়াডুবির কথা? কিংবা অন্যান্য যে অপরাধগুলো ছাত্রলীগ নাম ধারী এক নব্য সন্ত্রাসীদের কর্মকান্ডকে (রাক্ষীবাহিনীর আদলে ) ভূলিয়ে দিতে কিংবা রং-এর প্রলেপ দিতে? এত সহজেই কি মানুষ ভূলে যাবে সহী আওয়ামী নামা ? যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) লিখেছেন মিরাজ, ১০ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৮ আমার রাজাকার বিষয়ক যত পোস্ট লিখেছেন সবাক, ০৪ ঠা জুন, ২০০৮ রাত ১০:৫২ রাজাকার হবার কিছু শ্রেষ্ট উপায় লিখেছেন ইরফান আহমেদ, ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০ Click This Link জামাত শিবির রাজাকার বিরোধী পোস্ট আর্কাইভ এবং আর্কাইভ সমৃদ্ধ করি (সবাই লিংকু দেন) লিখেছেন সবাক, ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৩ প্রসংগ যুদ্ধাপরাধের বিচার ঃ বেয়াই মোশাররফ ও মুসা কি আসলেই রাজাকার ছিলেন ? ২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪২ যুদ্ধাপরাধের বিচার হোক যারা সত্যি সত্যি চান তাদের ব্যক্তিগত মত ও আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে লিখেছেন রাগ ইমন, ২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:৫৯ আসেন রাজাকার কমান্ডারদের নাম জানি লিখেছেন কানু, ০৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:২০ একাত্তরের দুই জল্লাদকে চিনে রাখুন লিখেছেন টেকনোলজী, ০৫ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৩ চট্টগ্রামে জামায়াতকে পুলিশের হাল্কা মিষ্টি বিতরন ( ছবিব্লগ) লিখেছেন অবিশ্বাষী, ১২ ই এপ্রিল, ২০১০ রাত ৮:০৮ শিবিরের দুটি নৃশংস-ভয়ঙ্কর কিলিং মিশনের মধ্য থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দুজন ছাত্রনেতার ভাষ্য লিখেছেন অসময়ের আমি, ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৬ শিবির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ( ব্লগের সাধারণ ব্লগার যারা শিবির সম্পর্কে ধারনা কম তাদের জন্য এ পোস্ট) লিখেছেন অসময়ের আমি, ২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৫ আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? লিখেছেন কানু, ০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৩৪ সাঈদীর চ্যালেন্জের ১৩ বছর লিখেছেন নডদ, ২৬ শে মে, ২০১০ সকাল ১০:১৭ Click This Link হট খবর..আইন প্রতিমন্ত্রী 'উকিল' সাহেব নাকি রাজাকারের সহায়তাকারী... লিখেছেন জাতীয়তাবাদী শুভ, ২৭ শে মে, ২০১০ রাত ১:৫৪ Click This Link নিজামী তুমি কি?পুরুষ/মহিলা উভয়েই পর্দাশীল।

লিখেছেন বাংলাপ্রতিদিন, ২৭ শে মে, ২০১০ ভোর ৫:২০ Click This Link যুদ্ধপরাধী, গোলাম আযম। লিখেছেন হোসেন মনসুর, ২৭ শে মে, ২০১০ বিকাল ৩:০০ Click This Link ইসির অনুষ্ঠানে জামায়াতকে নিয়ে অস্বস্তিতে মন্ত্রী লিখেছেন নডদ, ২৯ শে মে, ২০১০ দুপুর ১:১৯ যুদ্ধাপরাধ বিচার বাতাসে উড়ে যাবে: মুজাহিদ লিখেছেন ব্লগ ধামাকা, ৩১ শে মে, ২০১০ রাত ৮:৩৭ সত্য/মিথ্যা---আপনার উপর নির্ভর করে... ০১ লা জুন, ২০১০ দুপুর ১২:২৪ এদের চিনে রাখুন,একদিন এরাই আপনাকে ছিড়ে-খুঁড়ে খাবে (প্রথম পর্ব) পোস্টাইছেন: অফসাইড » ৫ জুন, ২০১০, শনিবার, ০৮:১৮ প্রথমভাগ আসুন এবার উজির নাজির পুত্রকন্যাদের দেখি লিখেছেন অদৃশ্য আলোক, ০৭ ই জুন, ২০১০ বিকাল ৪:০৩ জামায়াতের লোকেরা বিদ্যুতের নাট-বোল্ট খুলে দেয় বলেই জনগণের ভোগান্তি হচ্ছেঃ সাজেদা লিখেছেন শান্তি প্রিয়, ১৩ ই জুন, ২০১০ দুপুর ২:৫৬ হারু, ভাগ্যবিড়ম্বিত এক বেজন্মা ! (রি-পোষ্ট) লিখেছেন আসকওয়ানমি, ২৩ শে জুন, ২০১০ রাত ৮:১৬ ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। লিখেছেন াহো, ০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৯ জিয়াউর রহমানের কারণেই '৭৫ সালে যুদ্ধাপরাধীদের বিচার করা যায়নি : শেখ হাসিনা লিখেছেন সুধাসদন, ০৩ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৬ স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদররা শাস্তি পেতে যাচ্ছে, এ আনন্দে প্রথমবারের মতো কপি পেষ্ট করলাম লিখেছেন অলস ছেলে, ১৪ ই জুলাই, ২০১০ সকাল ৯:৫৬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।