স্পিকারের অনুমতি নিয়েই সংসদ সদস্য চৌধুরী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। একই সঙ্গে এ্যানির উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে রাজউক উত্তরা মডেল কলেজের একটি নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রবিবারের হরতালে র্যাবের বিরুদ্ধে যে সব অভিযোগ এসেছে তাও খতিয়ে দেখা হবে বলে।
মির্জা আব্বাসের বাড়িতে হরতালের দিন আইন-শৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেনি দাবি করে তিনি বলেন, ‘সমালোচনাতো করবেই। এখন কী পরিপ্রেক্ষিতে ওই ঘটনা ঘটেছে তা তদন্ত করলেই বের হয়ে আসবে।’
প্রসঙ্গত, ২৭ জুন বিএনপি’র ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করার সময় দলটির সংসদ সদস্য এ্যানিকে গ্রেপ্তার করা হয়। প্রচলিত বিধি অনুযায়ী কোন সংসদ সদস্যকে গ্রেপ্তার করতে স্পিকারের অনুমোদন প্রয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।