জামায়াতে ইসলামির আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার সন্ধ্যায় দলের নায়েবে আমীর মকবুল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে দলের আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়।
বৈঠকে দাবি করা হয়, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই জামায়াত নেতাদের গ্রেপ্তার করেছে।
দেশ পরিচালনায় ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও নির্যাতন শুরু করে দিয়েছে বলেও বৈঠকে অভিযোগ করা হয়।
বৈঠক থেকে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সহযোগিতা চাওয়া হয়।
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার বিকালে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।