আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল-আর্জেন্টিনা: স্বপ্নের ফাইনালের প্রত্যাশায়



১৯৩০ সালে শুরু হয়ে (মাঝে ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বযুদ্ধের কারণে বিরতিসহ) ২০০৬ পর্যন্ত যে ১৮টি বিশ্বকাপ আসর বসেছিলো তাতে ফিকশ্চার এমনভাবে হয়েছে তাতে বিশ্ব ফুটবলের দুই অসাধারন দল ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনাল খেলার কোন সুযোগ ছিলো না। ফাইনালের আগেই দু'দলের মধ্যে একটি বাদ পড়া অবধারিত ছিলো। দলীয় ভাবে পরের পর্বে যাবার ব্যর্থতার প্রসঙ্গ না হয় নাই তুললাম। এ বিশ্বকাপেই বিশ্ব ফুটবলের সামেনে এক অনন্য সুযোগ এসেছে। এবারের ফিকশ্চারে ফাইনালের আগে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হবার সম্ভাবনা নেই। এবার দুই দল যদি বাকী সব বাধা টপকাতে পারে তাহলে আমাদের সামনে সেই মহার্ঘ্য সুযোগ আসতে পারে- ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল ! লাতিন আমেরিকার ছন্দময় নান্দনিক ফুটবলের এক অভূতপূর্ব পসরা যদি বসেই যায় তাহলে দ.আফ্রিকার প্রথম এ আয়োজন ফুটবল ইতিহাসে অন্য উচ্চতায় ঠাঁই পাবে। যে দেশ নেলসন ম্যান্ডেলার মতো মহামানবের জন্ম দিয়েছে সে দেশ কী পারবে এমন একটি অনন্য ফাইনালময় স্মরণীয় বিশ্বকাপ উপহার দিতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।