আমাদের কথা খুঁজে নিন

   

হুক লাগানো পেশা



মাঢ়ি ফুলে গেল একই জাবর কাটতে কাটতে আদা-মেশানো রঙের কেক বা বিস্কুট মুখে তুলতে পারলাম না! ছাপা সুতি বা রেশমি কাপড় পরতে পারিনি এক-জাতের গাছের নিচে পড়ে আছি পেঁচিয়ে বাঁধানো জীবনটা কোন্ ঘরের ছাদের তলে? গ্রীবা তুলে তাকাতে পারিনা! কোমরবন্ধ বেল্টের সাথে হুক লাগানো এ কোন্ পেশা? জ্বলজ্বল করে জ্বললেও -- আকর্ষণহীন-ক্লেদমাখা বীজ ছড়ানোর স্পর্ধা ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়! ব্রতচারিণী বালিকা আমাকে ডেকে নাও কৈশোরোত্তীর্ণ সময়ের উচ্ছলতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।