আমাদের কথা খুঁজে নিন

   

ধান লাগানোর মেশিন

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

ইউনিভারসিটিতে যাওয়া-আসার পথে কিছু ধান ক্ষেত পড়ে। এদের (জাপান) ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর, সব জায়গাতেই সমান ফলন; যত্ন আর প্রযুক্তির সুন্দর সমন্নয়- বোঝা যায়। প্রতিদিন আসা-যাওয়ার পথে দেখি ধান গাছ গুলোর একটু একটু করে বেড়ে উঠা। কিছু দিন আগে দেখলাম একটা জমিতে পানি ভরে রেড়ি করে রেখেছে, বুঝলাম দু-এক দিনের মধ্যেই ধান লাগানো হবে। এদের সব কিছুতেই প্রযুক্তির ব্যবহার, তাই আমার খুব ইচ্ছা ছিল এরা ধান কিভাবে লাগায় সেটা দেখার।

কারন ধান আবাদের মধ্যে সবচেয়ে সুক্ষ আর ঝামেলার কাজ হচ্ছে ধান (আঞ্চলিক নাম ‘পাতো’) লাগানো। ছোটবেলা কৃষাণদের সাথে শখ করে আমি কয়েক বার ধান লাগানোর চেষ্টা করেছিলাম; ঝুকে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর ব্যাথা হওয়া, লাইন বাঁকা হওয়া, কোন গোছায় বেশী কোন গোছায় কম চারা চলে যাওয়া... হাজারও সমস্যা। সেদিন দেখলাম ওদের মেশিন দিয়ে ধান লাগানো; এত জটিল একটা কাজ এত সহজে আর এত কম সময়ে মাত্র একজন লোকে করে ফেললো!! আমি পুরো সময়টা দাড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। প্রায় ১০০ বর্গমিটার জায়গা একজন মানুষ মোটামুটি আধাঘন্টার মধ্যে লাগিয়ে ফেললো! আমার কাছে খুব অবাক লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা অবশ্য উইটিউব থেকে নেওয়া।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।