কেপটাউন, জুন ২৮ স্পেন যেভাবে বিশ্বকাপ শুরু করতে চেয়েছিল ঠিক সেভাবে পারেনি। হোঁচট খেয়ে দ্বিতীয় পর্বে ওঠা ইউরোপ চ্যাম্পিয়নদের এখন আর পেছন ফিরে দেখার সুযোগ নেই। মঙ্গলবার নক-আউট পর্বের লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে পর্তুগালের।
বিশ্বকাপ জয়ের আশা নিয়েই দক্ষিণ আফ্রিকা গেছে স্পেন। কিন্তু প্রথম পর্বের বাধা পেরোতেই বেশ বেগ পেতে হয়েছে তাদের।
পর্তুগালের সঙ্গে খেলার আগে স্পেনের কোচ বিসেন্তে দেল বস্কের কপালে চিন্তার ভাঁজ। তিনি বলেন, "পর্তুগাল সব সময়ই কঠিন প্রতিপক্ষ। জেতার জন্য নিজেদের উজাড় করে দিতে হবে। " তবে ছেলেরা মাঠে নামার জন্য মুখিয়ে আছে বলে তিনি জানান।
কোয়ার্টার ফাইনালে ওঠার এই খেলায় স্পেন খেলবে ৪-২-৩-১ পদ্ধতিতে।
খেলা তৈরির কারিগর ডেভিড ভিয়া একটু নিচের দিকে খেলবেন।
ফার্নান্দো তোরেসকে একা দেখা যাবে আক্রমণভাগে। ভিয়া তাকে বলের যোগান দেবেন। সঙ্গে জাভি, ইনিয়েস্তা, মার্টিনেজ, কার্লোস পুয়েলরা তো আছেনই। গোলপোস্ট পাহারা দেবেন ইকের ক্যাসিয়াস।
সব মিলে ফিফা র্যাঙ্কিয়ে দুই স্পেন ভয়ঙ্কর এক প্রতিপক্ষ।
পর্তুগালও খেলবে আগের মতোই আক্রমণাত্মক। কোচ কুইরোজের পছন্দের পদ্ধতি ৪-৩-৩। খেলা তৈরির কারিগর ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি আক্রমণে থাকবেন লিডসন এবং সিমাও। তাদের পেছনে দেখা যাবে রাউল মিরলেস, পেপ এবং তিয়াগোকে।
ফিফা র্যাঙ্কিংয়ের তিন পর্তুগালও বেশ সুসংহত।
কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের এই লড়াইয়ে সম্ভাবনার দৌড়ে অবশ্য এগিয়ে রাখা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের। ফুটবল ওয়েবসাইট গোলডটকম এর বিশ্লেষকরা মনে করছেন স্পেন-পর্তুগাল খেলাটি নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করতে পারে। পরে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতবে পর্তুগাল! তবে জবাব মিলবে মাঠে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।