আমাদের কথা খুঁজে নিন

   

মিঠু'স প্যাঁচাল-৪

বাংলা আমার...................

ক ক্যাকটাস কাঁদে জল পিপাসায় আমি ভাসি জলে বুকের মধ্যে কষ্টের তরী পাল উড়িয়ে চলে। খ হৃদয় তুই কি চাস? ঘুমের মধ্যে স্বপ্ন দেখাস জেগে থেকেও পাইনা শান্তি আমাকে তুই জ্বালাস। গ এমন গাঙে ভাসায়েছি আমি স্বপ্ন ভরা তরী যে নদীতে নাই জল উড়ে না বালিয়ারী। ঘ বুকের জমিনে বুনেছিলাম স্বপ্নের ছোট বীজ মহাজন এসে করে দিয়ে যায় বুকের জমিন সিজ। ঙ ভালোবাসা নাকি দুঃখ? জানি না, আমি মুর্খ সুখ নাকি কষ্ট? কোনোটাই না, আমি যে এখন নষ্ট। চ কৃষ্ণে'র বাঁশী বাঁজেনা এখন রাঁধা'ও যায় না ঘাটে হৃদয় জমিন শুকিয়ে এখন চৌচির হয়ে ফাঁটে। । । ------------------------------------------ ----------------------- ------------ স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু ধানমন্ডি,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।