আমাদের কথা খুঁজে নিন

   

আই মনে লয় জোতিষি অই গেচি........ সুরন্জিত সেন গুপ্তধন।



আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের সাম্প্রতিক কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, বিরোধী দলের কর্মকাণ্ডে আরেকটি ওয়ান-ইলেভেনের আলামত দেখা যাচ্ছে। রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রবীণ এমপি এ আশঙ্কার কথা বলেন। বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, ‘বাজেটের আগে শ্যাডো বাজেট এবং সংসদের বাইরে শেরাটনে বাজেট দিয়ে আপনি কি আরেকটি ওয়ান-ইলেভেন তৈরি করতে চান?’ হরতাল কর্মসূচিসহ বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ১/১১-এ আওয়ামী লীগের সংস্কারপন্থি বনে যাওয়া এ নেতা বলেন, ‘এসব কর্মকাণ্ড আমার কাছে আরেকটি ওয়ান-ইলেভেন তৈরির আলামত মনে হচ্ছে।’ এ সময় ওয়ান-ইলেভেন তৈরি সম্পর্কে সরকারকে সাবধান থাকতে হবে বলেও সতর্ক করে দেন সুরঞ্জিত। সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিগত চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার সুদ মওকুফ করা হয়েছে। ৬৯২ জনের কাছে ব্যাংকগুলোর ঋণের এ সুদ পাওনা ছিলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।