আমাদের কথা খুঁজে নিন

   

এ কি ঘটল মির্জা আব্বাসের বাসায়????????????????????/



এইটা কি করল সরকার ও পুলিশ-RAB? মির্জা আব্বাসকে গ্রেফতার করার পর যে হারে লাঠিপেটা করল তা একেবারে অমানবিক। টেলিভিশনে দেখলাম RAB এর পোষাকে মিছিলকারীদের মির্জা আব্বাসের বাসায় ব্যাপকহারে মারধর করছে। RAB এর পোষাকধারীদের দেখে সন্দেহ হল। এক সাংবাদিক বন্ধু যে ঐ ঘটনাস্থলে ছিল সে ফোনে বলল আসলে ঐ পোষাকধারীরা ছিল ছাত্রলীগ-যুবলীগের কর্মী। ২০০৪ সালে RAB গঠনের পর জনমনে স্বস্থি ফিরে এসেছিল।

RAB নির্যাতিত মানুষের আশার প্রতীক হয়ে উঠেছিল। রাজনৈতিক প্রতিপক্ষ দমনে তাদের ইতোপুর্বে ব্যবহার করা হয় নি। কিন্ত আজ কি দেখলাম? RAB এর পোষাক পরে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বি.এন.পি. কর্মীদের লাঠিপেটা করল। যদি এ কথা মিথ্যাও হয়, তাহলে RAB নিজেই আজ পুলিশের মত রাজনৈতিক কর্মী হিসাবে আচরন করল। একজন নাগরিক হিসাবে প্রচন্ড হতাশ হলাম।

অবশেষে শেষ সম্বলটুকুও বিতর্কিত হয়ে গেল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।