আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার অপ্সরা মনি আর ওর নানু মনির জন্মদিন

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি
আমার জানের টুকরা জানটুস, আত্মার আত্মা, ময়না, সোনা, লক্ষী পক্ষী টিকলু পিকলু অপ্সরার আজ শুভ জন্মদিন। শুভ জন্মদিন অপ্সরা!!! সাত বছরে পা দেয়া অপ্সরা আমার বড় বোনের মেয়ে। আমাদের অপ্সরা সোনা অনেক দূরে সুদূর আমেরিকায় বসবাস করে। তাকে বুকে জড়িয়ে আদর করতে না পারার কষ্ট সারাক্ষনই তাড়িয়ে ফেরে। তার কথা মনে করলেই বুকের ভিতরটা হাহাকারে জেগে উঠে, মনে পড়ে তার আধো আধো বাংলায় বলা মিষ্টি করে খালামনি ডাক।

আমাদের পরিবারে প্রথম শিশু হিসেবে এই দেবশিশুটি যেদিন এসেছিল অপার্থিব এক আনন্দে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম। আমি প্রথম খালা হয়েছি, কি আনন্দ! কি আনন্দ চারপাশে! মনে পড়ে বড় আপা প্রথম যেদিন ওকে নিয়ে বাংলাদেশে এল। সবাই মিলে এয়ারপোর্টে গিয়েছিলাম। বড় আপা দেখি আস্ত একটা ডল পুতুল হাতে নিয়ে বেরিয়ে এলেন। কয়েক সেকেন্ড সময় লেগেছিল বুঝতে "এই অপূর্ব সুন্দর ডল পুতুলটাই আমার অপ্সরা"।

কৃতজ্ঞতা জানাই বড় আপাকে আমার দেয়া নাম খানি তাকে আজীবনের সঙ্গী করে দেয়ার জন্য। আজকের এই আনন্দময় দিনে প্রার্থনা করি তার ছোট্ট হৃদয় যেন সব সময় হাসি, আনন্দে ভরে থাকে, মঙ্গল আলোকে ভরে উঠুক তার জীবন। এই পৃথিবীর কোন কষ্ট, দুঃখ যেন তাকে না ছোয়। স্রষ্টা যেন তোমাকে অনেক অনেক বড় করেন। ভাল থেকো তুমি।

তোমার জন্য রইলো অনেক অনেক আদর আদর আদর আদর আদর..............। এই সব গুলো তোমার জন্য এই ড্রেসটাও তোমার জন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আজকে অপ্সরার নানু মনিরও জন্মদিন। শুভ জন্মদিন আম্মা। আম্মাকে নিয়ে কিছু বলার আমার ভাষা নেই।

শুধু স্রষ্টার কাছে প্রার্থনা করি আব্বাহীন আম্মা যেন দুঃশ্চিন্তাহীন, সুস্হ, সুন্দর, হাসি আনন্দময় জীবন নিয়ে আমাদের মাঝে বেচে থাকেন দীর্ঘ দিন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।