পাখি এক্সপ্রেস
একজন ইভ আমার মতো নিরীহ অ্যাডামকে বেশ কয়েকদিন ধরে টিজিঙয়ের উপর রেখেছেন। আমাদের সর্বশেষ ক্লোজডোর মিটিঙয়ের পর রক্ষেটা হলো।
ইভ : আপনাকে এতোভাবে বুঝানোর পরও আমাকে এড়িয়ে যান কেন?
নিরীহ অ্যাডাম : আমার আগ্রহ নেই।
ইভ : আমার কি কোথাও কম (!?) আছে?
নিরীহ অ্যাডাম : আমার সমস্যা আছে।
ইভ : আমাকে বলো (আপনি থেকে তুমিতে!)
নিরীহ অ্যাডাম : আমি বিবাহিত।
ইভ : সমস্যার কিছু নেই।
নিরীহ অ্যাডাম : আমার সাথে কারোরই সম্পর্ক বেশিদিন থাকে না। আমি জঘণ্য। বিয়ের ২মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে।
ইভ : সে ভালো কিছু মিস করেছে।
তোমাকে বুঝতে পারেনি।
নিরীহ অ্যাডাম : আমি অনেক অসুস্থ মানুষ। আমার হার্টে সমস্যা আছে।
ইভ : এরকম সমস্যা সবারই কিছু না কিছু আছে।
নিরীহ অ্যাডাম এবার সমস্যায় পড়লো।
আর কি কারণ দেখানো যায়। সাহস করে বললো-
নিরীহ অ্যাডাম : তোমাকে আমার পছন্দ না।
ইভ : সেটাতো তোমার সমস্যা, আমি তোমাকে ঠিকই পছন্দ করি।
হায়! হায়! এবারতো শ্যাষ। ভান্ডে আর কোন কারণ নেই।
অনেক ভেবে চিন্তে বললাম-
নিরীহ অ্যাডাম : আমি ধর্ম কর্ম করি না, এবঙ মানি না। আমি নাস্তিক। তুমিতো জানো, আল্লাহ অন্য সব গুনাহ মাফ করলেও নাস্তিক মুশরিকদের সাথে সংসার করা কখনোই মাফ করেন না। জিনাহ'র গুনাহ মাফ করলেও নাস্তিকদের সাথে জিনাহ'র গুনাহ মাফ করেন না।
ইভ : তুমি এতো জ্ঞানী হয়েও বোকার মতো কাজ করো কেন? চারপাশে আল্লাহর এতো অস্তিত্ত্ব থাকতেও নিকৃষ্ট কেন হলে? আমার মন খারাপ হয়ে গেছে।
তোমার সাথে পরে কথা বলবো।
এ যাত্রায় ইভের টিজিং থেকে বেঁচে গেলেও অ্যাডামের এখন ঠিকই আপসোস হচ্ছে। আসলেই মেয়েটা কোন দিকে কম ছিলো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।