আমাদের কথা খুঁজে নিন

   

এলুম-গেলুম-খেলুম

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

মোস্তফা সারওয়ার ফারুকী-কে অনেক বোদ্ধা সমালোচক গালি দেন এই বলে যে সে নাকি বাংলা ভাষার জাতটা নষ্ট করে দিসে। আর তার সাথে তাল মিলায়ে আনিসুল হক আর অন্যান্যরাও বাংলা নাটকের গুষ্ঠি মেরে দিসে। উনাদের বক্তব্য হল এখনকার বাংলা নাটকে যে ভাষাতে ডায়লগ দেয়া হয়, তা বাংলা ভাষা না। যারা এই কথা বলে হ্যারা কি এ দেশে এলুম-গেলুম-খেলুম টাইপের কথা শুনতে চান? সে জন্য তো কলকাত্তাইয়া চ্যানেল তো আসেই। দাদাদের চ্যানেলে গিয়া আপনাগোর মন জুড়ানো ডায়লগ শুইনা নিলেই তো মিট্যা যায় ঝামেলা। ফারুকীকে বাংলা ভাষা বাচাঁনোর জন্য থাঙ্কস দিতে হবে একটা। সে না থাকলে আমরা আজ অন্য ভাষাতে কথা বলতুম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।