আমাদের কথা খুঁজে নিন

   

বউয়রে কাছে স্বামীর চঠিি

আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার

প্রিয়তমা, আমি এই মাসে অফিস থেকে এখনো বেতন পাইনি, তাই টাকা পাঠাতে পারলাম না। তার পরিবর্তে তোমার জন্য ১০০ টা কিস পাঠালাম, আমার সুইট হার্ট রাগ করোনা প্লিজ....। ইতি, তোমার প্রিয়তমা স্বামী.... উত্তরে বউ..... আমার প্রিয় জান্ তোমার ১০০ টা কিস এর জন্য ধন্যবাদ, খরচের বিস্তারিত নিচে জানালাম। ১. দুধওয়ালা ১ মাসে ২ টা কিস-এ রাজি হয়েছে। ২. বিদ্যুত বিল বাবদ ৭টা কিস দিয়ে কোন রকম বিদায় করেছি।

৩. বাড়িওয়ালা প্রতি দিন এসে ২/৩ টা করে কিস নিয়ে যাচ্ছে ভাড়ার পরিবর্তে। ৪. দোকানদার শুধু কিস-এ রাজি না হওয়ায় তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করতে হয়েছে। ৫. অন্যান্য খরচ বাবদ আরো ৪০টা কিস দিতে হয়েছে। প্রিয় জান্ তুমি একদম চিন্তা করোনা। আমার এখনো তোমার দেয়া ৩৫টা কিস আছে।

আশা করি মাসের বাকিটা চালিয়ে নিতে পারবো। আগামী মাসেও এভাবে চালিয়ে নিব কিনা জানাবে ......... তোমার সুইটহার্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.