সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
গত বছর এই দিনে চির বিদায় নিয়েছেন মাইকেল জ্যাকসন। পপ সম্রাট মাইকেল জ্যাকসন শ্বাসক্রিয়া বন্ধ হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন। ইংরেজি পপরাজ্যে মাইকেল একজন অদ্বিতীয় রাজা। বাংলাদেশ সহ, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে তার ভক্ত নেই। আমি মনে করতে পারি, এখন যারা Cradle of filth, Cannibal Corpse, Nirvana বা Linkin Park শোনেন, এবং বলেন গান এবং মিউজিক বুঝতে হলে এদের শুনতে হবে, তারাও এক সময় এই পপআইকন এর গান শুনেই বড় হয়েছেন। মাঝখানে শিশু-যৌনতায় জড়িয়ে কিছুটা বেকায়দায় ছিলেন তিনি, সেই সাথে আর্থিক দৈন্য তো ছিলোই। তবুও তিনি সবার মাঝে একজন আইকন হিসেবেই থাকবেন।
তার প্রতি রইল আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।