একজন জামাতের দালাল আমাকে খুর ক্রোধ ও কষ্টের সাথে বলল,ভাই এই জালিম সরকার নাস্তিক সরকার হেফাজতের অনেক কর্মীকে হত্যা করেছে শেখ আনোয়ারের জনপ্রিয় ৪০ বই ১. ফেলনা দিয়ে বিজ্ঞানের খেলনা (জ্ঞানকোষ), ২. জ্ঞান নিয়ে গল্প (জ্ঞানকোষ), ৩. ঘরে বসে বিজ্ঞান খেলি (আলেয়া), ৪. তিন মফিজ (জ্ঞানকোষ), ৫. ছোটদের মজার বিজ্ঞান খেলা (সূচীপত্র), ৬. আগামীর মানুষ (জ্ঞানকোষ), ৭.বিজ্ঞানের অনেক প্রশ্ন (সূচীপত্র), ৮. বিজ্ঞানের আরও অনেক প্রশ্ন (সূচীপত্র), ৯.খেলায় খেলায় বিজ্ঞান (জ্ঞানকোষ), ১০. অন্যরকম ম্যাজিক (জ্ঞানকোষ), ১১. এই প্রজন্মের বিজ্ঞান খেলা (আলেয়া), ১২. ছোটবেলার বিজ্ঞান খেলা (অঙ্কুর), ১৩. আপন মনে বিজ্ঞান খেলি (মেরিট ফেয়ার), ১৪. অবাক পৃথিবী (জ্ঞানকোষ), ১৫. আজব মজার বিজ্ঞান খেলা (অঙ্কুর), ১৬. অজানাতে থাকতে নেই (জ্ঞানকোষ), ১৮. বিজ্ঞানের খেলাপড়া (আফসার ব্রাদার্স), ১৯. বিজ্ঞানের মজার খেলাপড়া (অনন্যা), ২০. বিজ্ঞানের ম্যাজিক খেলা (জিনিয়াস), ২১. জমজমাট বিজ্ঞান খেলা (অনন্যা), ২২. আনন্দ মজার বিজ্ঞান খেলা (সময়), ২৩ বিজ্ঞান মেলার ম্যাজিক খেলা (বিজয়), ২৪. মহাকাশে যাবে (জ্ঞানকোষ)?, ২৫. মহাকাশের বিজ্ঞান খেলা (মেরিট ফেয়ার),২৬. স্কুলের বিজ্ঞান খেলা (আলেয়া), ২৭. নিজেই শিখি ইন্টেরিয়র ডিজাইন (অ্কংুর) ২৮. সতর্ক থাকুন সবসময় (জিনিয়াস) ২৯. এই প্রজন্মের আনন্দময় ক্যারিয়ার (কথাপ্রকাশ), ৩০. বিজ্ঞানের নানান প্রৃশ্ন (আফসার ব্রাদার্স), ৩১. একদিন প্রতিদিন (জ্ঞানকোষ), ৩২. সাবধানের মার নেই (জ্ঞানকোষ), ৩৩. সামনে জীবন তৈরি হও (জ্ঞানকোষ), ৩৪. ছোটদের হাসির গল্প, (কাকলী) ৩৫. ছোটদের মজার গল্প, ৩৬. (কাকলী) ৩৭. নিজেই করি বিজ্ঞান খেলা (হাতে খড়ি)। ৩৮. কুঠিবাড়ি রহস্য ( কিশোর উপন্যাস) মেরিট ফেয়ার। ৩৯. পাতালপুরীর প্রাণীর খেলা (অ্কংুর), ৪০. ম্যাজিক খেলা শিখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।