Dream Today,Create Tomorrow........
শরীরের ক্ষত স্পষ্ট,দৃশ্যমান
অন্তরের ক্ষত…….?
পৃথিবীর কোন কিছুই থেমে নেই
কোন শূন্যস্থান ও শূন্য নেই
যে চলে গেল সেও আর কোন দিন আসবে না
তাই বলে দিন-রাত কি স্থির হবে…?
হৃদয়ের শূন্য স্থান কি পূরন হবে…?
আমারও তো ভালোবাসা ছিল
অকৃত্রিম বিশ্বাস ছিল
কই…কোন কিছু দিয়েই তো আর
ফিরাতে পারলাম না তাকে…
বাঁধতে পারলাম না বাঁধনে..
আমি তো আমাকেও পারলাম না বাঁধতে
এখনও চলছি আমি; ক্ষত নিয়ে,শূন্যস্থান নিয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে অজানা লক্ষ্যে,তিমির পথে।
এর-ই নাম কি জীবন…??
ভালোবাসা আসলে কি..?
বাঁচার উদ্দেশ্য কি..?
কত কিছুই হারিয়ে ফেলিছি
আবার আমিই আশায় বুক বাঁধছি
ভাঙ্গা-গড়ার লড়াই এর নাম-ই কি জীবন….
আর কত ক্ষত হলে আমি জয়ী হবো…?
আর কত হারালে আমি মহান হবো..?
সে দিন আর কত দূরে…………….
যে দিন আমি নিজেই হারিয়ে গিয়ে
সবার অন্তরে ক্ষত চিহ্ন আঁকবো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।