আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-জামায়াতের প্রতি দয়া নয়: প্রধানমন্ত্রীকে সাজেদা

মাঝে মাঝে মনে হয় ওই দূর আকাশে ভেসে যেতে পারতাম, তাহলে আর ফিরতাম না।

প্রশাসন থেকে বিএনপি ও জামায়াত সমর্থকদের দ্রুত সরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাজেদা চৌধুরী এ আহবান জানান। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য সাজেদা চৌধুরী বলেন, “সব জায়গাতেই বিএনপি-জামায়াতের লোক রয়েছে।

এদের জন্যই সরকারের প্রচেষ্টা সফল হচ্ছে না। এরা ফাইল আটকে রাখে। বিদ্যুতের জন্য মানুষের এতো কষ্ট হওয়ার কথা নয়, এরা বিদ্যুত বন্ধ করে দেয়। ” সাজেদা বলেন, “প্রধানমন্ত্রীকে বলি- এতো দয়া দেখালে হবে না। এদের না সরালে আপনার সব পরিশ্রম ব্যর্থ হবে।

আপনাকে শক্ত হতে হবে, এদেরকে সরাতে হবে”। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।