আমাদের কথা খুঁজে নিন

   

কেন সবারই হাসমত আলী হওয়া উচিৎ না

মনেহয় স্বপ্নের বাংলাদেশ দেখে যাওয়া হবে না

অনেকেই বলছেন আমরা সবাই কি হাসমত আলী হতে পারি না ? আমি বলব হাসমত আলী সঠিক কাজ করেন নাই। তার হয়তো জানাছিলো না যে বর্তমানে নেতারা অতোটা গরীব কেউ হয় না। আগের অনেক নেতাই অভাবী ছিলেন, এখন অভাব থাকলে নেতা হওয়া যায় না। নেতা হতে গেলে প্রথমে পোস্টারিং করতে হয়। তাতেই অনেক টাকা লাগে।

আর এখন তো নেতাই হয় ধনী হওয়ার জন্য। বছরের পর বছর তারা কোন কাজ না করলেও তাদের কোন অভাব হয় না। ঠিকই গাড়ীবাড়ী থাকে। তাই তো চারিদিকে নেতা হওয়ার নির্লজ্জ প্রতিযোগিতার ছাপ দেয়ালে দেয়ালে ? হাসমত আলী সুবিধাবাদী ছিলেন না দেশে সুবিধাবাদীর সংখ্যা এতোবেশী যে তারা সবাই যদি এক একজন হাসমত আলী হয়ে উঠে তাহলে প্রধানমন্ত্রী এতো হাসমত আলী'র ফ্যামিলির চিকিৎসা এবং ভরনপোষনের যাবতীয় দায়ীত্ব কি নিতে পারবেন ? তাই ভবিষ্যতে কারো প্রকৃত হাসমত আলী হওয়ার চিন্তাও করা উচিত না। তা ছাড়া একটি দলের নেতাকে ভালবাসা আর দেশকে ভালবাসা এক কথা না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।