ফয়সল ইসলাম,সিনিয়র রিপোর্টার, দৈনিক গ্রামের কাগজ,যশোর। মোবাইল : +৮৮০১৭১৩৪০৫১৫৭
কাগজ সংবাদ : যশোরের ঝিকরগাছায় ৮ শতাধিক দরিদ্র ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি। এদের মধ্যে ৮০ জন রোগির বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার লক্ষ্যে খুলনা বিএনএসবি হাসপাতালে নেয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক নূরুল আমীন। বক্তৃতা করেন অ্যাডভোকেট ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হুসাই প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক আহসান কবীর।
এসময় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে আয়োজিত এই চিকিৎসা শিবিরে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের একটি টিম চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবা নিতে আসা ৮০ বছরের সালাউদ্দিন হোসেন জানান, তিনি দীর্ঘদিন চোখের পীড়ায় ভুগছেন। ছানি পড়ায় ভাল দেখতে পান না। সামর্থ না থাকায় কখনও চিকিৎসা করাতে পারেননি।
পরিচিতজনের মাধ্যমে জানতে পেরে খুব সকালেই এসে টিকিট সংগ্রহ করেছেন তিনি। সেবা গ্রহণ শেষে তিনি জানান, ডাক্তার তাকে ছানি অপারেশনের জন্য বলেছেন। বিকালে তাকেসহ অন্যদের খুলনায় নিয়ে যাওয়া হবে। বিনামূল্যে চিকিৎসা করিয়ে চোখের আলো ফিরে পাচ্ছেন এজন্য তিনি কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। একইসাথে এর সাথে জড়িতদের জন্য দোয়া করেন।
লাউজানি গ্রাম থেকে আসেন সত্তরোর্ধ সখিনা বানু। তিনি একই অভিব্যক্তি প্রকাশ করে বলেন, গরীবের চিকিৎসার ব্যবস্থা আল্লাহ করেন। একসাথে এত গরীবের চিকিৎসার ভার যারা নিয়েছেন তিনি তাদের দীর্ঘায়ু ও উন্নতি কামনা করেন।
গাজীর দরগাহ কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা নাসিরুল্লাহ জানান, ছানি অপারেশনের ৮০জন রোগীকে পর্যায়ক্রমে তিন দফা চিকিৎসা দেয়া হবে। একই সাথে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।