আমাদের কথা খুঁজে নিন

   

মিঠু'স প্যাঁচাল-৩

বাংলা আমার...................

(১) প্রতিদিন'ই বিকেল বেলা ছাঁদে দোলনায় দোলো দয়া করে ময়না তোমার মোনের দরজা খোলো। (২) বিয়ে'র আগে বলতে তুমি আমি তোমার সোনা বিয়ের পরে সেই সোনা আজ পায় না খাটের কোনা। (৩) সবাই বলে প্রেম নাকি অনুরাগের আয়না বিয়ের পরে বউটি আমার ধরে শুধু'ই বায়না। (৪) হায়রে প্রাণের মোনা কতো গুলো প্রেম করেছো যায় না হাতে গোনা। (৫) প্রেম করার সাধ মিটে গেছে TSC তে গিয়ে জামা জুতা সব ছিঁড়েছে ভাইয়ের ধাওয়া খেয়ে। (৬) ছোট ছোট হাসি-কাঁন্না ছোট ছোট দুঃখ ওদের সাথেই এখন আমি নিলাম করে সখ্য। ------------------------------- ------------------- ---------- স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু ৯' ডিসেম্বর-২০০২ ইং যাত্রাবাড়ী,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।